শুভ সকাল
রাজীব কুমার দাশ।
লেখক হোমিংওয়ে আপাদমস্তক
একজন প্রেমিক পুরুষ ছিলেন।
রাণ্ডীবাজ ছিলেন না। নারীপ্রেম ছিলো তাঁর কাছে যেমন লেখালেখির প্রেরণা শিল্পিত শিহরণ
অপরদিকে বিষাদের কালনাগিনী
সর্বগ্রাসী প্রলয়ের শঙ্খধ্বনি মহাকাল।
পুরুষ হলেও যেমন সবার কাছে পৌরষালি থাকেনা; সকল নারীর
কাছে ও প্রেম থাকেনা। তাইত চাণক্য সময়ের সেরা প্রিয় লেখক প্রেমিকা নির্বাচনে ভুল করে – প্রেমিকা মনে করে হৃদয়ে পুষেছেন কিছু প্রতারক ডাইনী ঘরানা নারী বিষাক্ত কালনাগিনী।
দিনের পর দিন
বিষাক্ত হৃদয় খেকো নারীর হৃদয় বিষে জর্জরিত লেখক শেষের দিকে আর লিখতে পারেন নি।
লিখতে না পারার অব্যক্ত কস্টের হাহাকার
যন্ত্রানা এই মহান ধ্রুপদী লেখককে রিভলবারের ট্রিগারে হাত রাখতে বাধ্য করেছিলেন।
রাজীব কুমার দাশ।
১৯ নভেম্বর ২০২৩ খ্রীঃ
Leave a Reply