জাগ্রত জ্ঞানী।
মাসুম বিল্লাহ
চোঁখ মেলে চেয়ে দেখি,
নদীর ঐ পানি।
চোঁখের পানি ঝরিয়ে এলে,
সেটা কেমনে মানি।
ঐ ফুলের গন্ধে প্রজাপতি,
ঘ্রাণ বুঝে আসে।
তেমন করে জ্ঞানীর মাথায়,
সৎ কথা ভাঁসে।
সত্য কথা হাঁরিয়ে গেলে,
মন হবে পাথর।
সততার বাণী জ্ঞানীর কথায়,
ঘ্রাণে ঝরে আতর।
ছলছল ঐ চলাচলে সেই,
জ্ঞানী হেঁটে যায়।
অতিক্রমে ঐ চলছে জ্ঞানী,
তার তরে রয়।
Leave a Reply