মরণের দশা সামনে
তোরা এইচ্ছা করোরে কিল্লেই
সুখে থাইকলে ভূতে কিলায়
মরণের দশা সামনে
দোষ কারো নাই কর্মের দোষ
চাইরআঁইঙ্গুল্লা কপালের দোষ |
কিল্লে কইয়ের এতো কথা বুইঝত্নে
দিনে রাইতে ধরা খাই গেছে
কে কনানে যাইবো
কন্ডেতুন কন আইব বুঝা যাইতেছে না |
হেগুনে এত জ্ঞান কন্ডে পাইলো
কিল্লেই এতো বুদ্ধি হেগুনেরে দিল
আল্লায় কারে হরীক্ষা করের
আইজ পর্যন্ত বুইঝতে পাইরলাম না |
বুকের ভিত্তে আশা লই বই রইছি
মাইনছের শান্তি চাই,দেশের শান্তি চাই
আঁরে চোরেরগো কথা কইচ্ছা
হেগুনের লইজ্জা নাই,
বেকুব অগলেরে নয়ছয় বুঝাইয়া
ক্ষমতার লগে থাইকতে চায় |
✍️সত্যদর্শী
তারিখ ০৭-০১-২০২৪ খ্রিষ্টাব্দ |
Leave a Reply