স্টাফ রিপোর্টার: মায়ের স্মৃতি স্বরণে খুব শীঘ্রই সোস্যাল মিডিয়ায় আসছে “ফিরে এসো মা তুমি” শিরোনামে একটি মৌলিক গান। গানটির গীতিকার ওয়াসিম হোসেন রাহাদ, গানটি সুর করেছেন এসময়ের জনপ্রিয় ইসলামি সঙ্গীতের গীতিকার, সুরকার ও দেশবরেণ্য কণ্ঠশিল্পী ওবায়দুল্লাহ তারেক এবং গানটিতে কন্ঠ দিয়েছেন শিল্পী রহমতুল্লাহ আর গানটি কম্পোজিশন ও সম্পাদনা করেছেন শাহিনুর রহমান। ক্যামেরায় ছিলেন বিপ্লব হোসাইন বিদ্যুৎ। ইতোমধ্যে গানটির কম্পোজিশন ও শ্যুটিং সম্পন্ন হয়েছে। গানটি অতি দ্রুতই আসছে SURER ONGON ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।
গানটির গীতিকার ওয়াসিম হোসেন রাহাদ জানান, পৃথিবীতে মায়ের মত আপন কেউ হয়না। তারই ধারাবাহিকতায় গানটি লেখার চেষ্টা করেছি । মা ছাড়া একটা ছেলে পৃথিবীতে কতটা অসহায় সেটিই মূলত ফুটিয়ে তোলা হয়েছে গানটিতে । আর তাছাড়া গানটির সুরকার ওবায়দুল্লাহ তারেক ভাই গানটিতে সুন্দর মায়া ভরা সুর দিয়ে গানটিকে আরো সুন্দর রুপে পরিনত করেছেন। এবং গানটির শিল্পী রহমতুল্লাহ তার মায়াবী কন্ঠটা এই গানে দিয়েছেন। গানটি মানুষের হৃদয় বিদারিত করতে কিছু চিত্রনাট্য সাজানো হয়েছে। সব মিলে গানটি খুব সুন্দর হবে বলে আমি আশাবাদী।
Leave a Reply