পদ্মা ইসলামী লাইফ ইনসিওরেন্স লিঃ এর মালিকানাধীন পদ্মা লাইফ টাওয়ারের ১১ তম তলার ২০৫০ বর্গফুট ফ্লোরস্পেস ভাড়া সংক্রান্তে বিবার্তা২৪ ডট নেটের ব্যবস্থাপনা পরিচালক মিসেস বাণী ইয়াসমিনের সাথে ভবন কতৃপক্ষের ভাড়াচুক্তি সম্পাদিত হয় । চুক্তিপত্রের শর্ত অনুযায়ী প্রতিমাসের ভাড়া প্রতিমাসে পরিশোধ করার কথা থাকলেও ভাড়াটিয়া বিবার্তা২৪ ডট নেটের ব্যবস্থাপনা পরিচালক বাণী ইয়াসমিনের স্বামী এফ এম শাহীন গায়ের জোর দেখিয়ে এবং নিজেদেরকে ছাত্রলীগ পরিচয় দিয়ে বিগত ৭ মাস যাবৎ ভাড়া ও সার্ভিস চার্জ পরিশোধ করছে না। বর্তমানে পদ্মা লাইফ টাওয়ার কতৃপক্ষ বিবার্তা ডট নেটের কাছে সাকূল্যে ১৪,৭১,০৫০/ বকেয়া পাওনা রয়েছে। উক্ত বকেয়া ভাড়ার টাকা পরিশোধ করার জন্য বিবার্তা২৪ ডট নেটকে বারবার লিখিতভাবে নোটিশ করার পরও তারা ভাড়া ও সার্ভিস চার্জ পরিশোধ করে নাই। ভাড়ার টাকা চাইতে গেলে উল্টো এফ এম শাহীন পদ্মা লাইফের কর্মকর্তা কর্মচারীদেরকে হলুদ সাংবাদিকতার ভয় দেখানো সহ প্রাণনাশের হুমকিও প্রদান করে।
উক্ত শাহিনের ভয়ে পদ্মা লাইফের কর্মকর্তা
কর্মচারীগণ সদা তটস্থ থাকেন। ইতোপূর্বে
তুচ্ছ অজুহাতে উক্ত শাহীন পদ্মা লাইফ টাওয়ারের ইলেক্ট্রেশিয়ান মাহে আলমকে
প্রহার করে লজ্জাজনক নজীর স্থাপন করেছে।
সম্প্রতি পদ্মা লাইফের নবনিযুক্ত এসিসট্যান্ট
ভাইস প্রেসিডেন্ট (এস্টেট অ্যান্ড লিগাল) আজগর আলী ফ্লোর স্পেস
ভাড়া ও সার্ভিস চার্জের টাকা চেয়ে বিবার্তা২৪ ডটনেটকে পত্র দিলে কলকাতা থেকে ইন্টারনেট নাম্বার থেকে আজগর আলীকে ফোনে অকথ্যভাষায় গালিগালাজ করে এবং নানান ধরনের হুমকি ধামকি দিয়েছে।
অতঃপর গত ০৭/০২/২০২৩ ইং তারিখ দুপুর ১২.৪৮ মিনিটে উল্লিখিত ভাড়া ও সার্ভিস চার্জ পরিশোধের জন্য এভিপি
আজগর আলী বি.বার্তা২৪ ডট নেট এর কন্ট্রাক্ট পার্সনকে ফোন করলে আনুমানিক দুপুর ১.৩০ মিনিটের দিকে এফ এম শাহীন
পদ্মা ইসলামী লাইফ ইনসিওরেন্সের ৩য় তলায় অবস্থিত এভিপির চেম্বারে এসে জানায় যে সে চুক্তি অবসানের শর্ত-সহ ভাড়া
চুক্তির কোনো শর্ত মানবে না।
দেশে অনেকেই অনেক কিছু মানতেছে না, তাই সেও মানবে না বলে আজগর আলীকে জানায়। এবং ভাড়া ও সার্ভিস চার্জের টাকা নিয়ে বেশি বাড়াবাড়ি করলে আজগর আলীসহ সহ পদ্মা লাইফের
চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফখরুল ইসলাম , এমডি ও কর্মকর্তা-কর্মচারীদেরকে দেখে নেবে এবং প্রাণে মেরে ফেলবে মর্মে হুমকি প্রদান-সহ নানান ধরনের হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করে তার চেম্বার থেকে বের হয়ে যায়।
এ বিষয়ে পদ্মা লাইফের এভিপি আজগর
আলী গত ০৮/০২/২৩ ইং তারিখে রমনা
থানায় এফ এম শাহীনের বিরুদ্ধে একটি
সাধারণ ডায়েরি দায়ের করে যাহার নং
৪৭৫ তাং ০৮/০২/২০২৩।
ভাড়া ও সার্ভিস চার্জ পরিশোধ না করায়
গত ০৮/২/২০২৩ তারিখে পদ্মা লাইফ কতৃপক্ষ বিবার্তা ডট নেটের বিদ্যুৎ সংযোগ
বিচ্ছিন্ন করতে বাধ্য হয়।
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পরও বিবার্তা
ডট নেট ভাড়া ও সার্ভিস চার্জের টাকা পরিশোধ না করে উল্টো পদ্মা ইসলামী লাইফ
ইনসিওরেন্সের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ
ফখরুল ইসলাম তাঁর সহধর্মীনীর চিকিৎসা-সংক্রান্তে গত ২৭ জানুয়ারী ২০২৩
ইং থেকে অধ্যাবধি দুবাই ও নিউইয়র্কে অবস্থান করলেও তাঁর বিরুদ্ধে এবং এভিপি আজগর আলী সহ পদ্মা লাইফ কতৃপক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রের নীলনকশা আঁকতে থাকে।
তারই ধারাবাহিকতায় বিবার্তা ডট নেটের এফ
এম শাহীন পরদিন সকালে বিবার্তা ডট নেটের অফিসে ভাঙচুর ও চুরির ঘটনা ঘটেছে বলে এর সাথে পদ্মা লাইফের চেয়ারম্যান স্ত্রীর চিকিৎসা-সংক্রান্তে বিদেশে অবস্থান করার পরও
তাঁকে ও এভিপিকে জড়িয়ে নানান ধরনের মিথ্যা-তথ্য সম্বলিত খবর তাদের নিজস্ব ভূঁইফোড় অখ্যাত ও লালিত ওয়েবপোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে লাগাতার মিথ্যা ও ডালাওভাবে প্রচার ও পরিবেশন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর পদ্মা লাইফের বিরুদ্ধে মামলা নেওয়ার জন্য অব্যাহতভাবে অবৈধ ও বে-আইনী চাপ প্রয়োগ করতে থাকে।
বিষয়টি নিয়ে পুলিশের ডিকেক্টিভ ব্রাঞ্চ(ডিভি) ক্রাইম ইনভেস্টিগেশান ডিপার্টমেন্ট( সি আই ডি) ও রমনা থানা
পুলিশ তদন্ত অব্যাহত রাখলেও এফ এম শাহীন গং ভাড়া ও সার্ভিস চার্জ না দিয়ে অফিস পরিচালনা অব্যাহত রাখার মানসে এমনকি পদ্মা লাইফের সুনাম ক্ষুণ্ন করার জন্য পদ্মা ইসলামী লাইফ ইনসিওরেন্স লিঃ
এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফখরুল
ইসলাম তার স্ত্রীর চিকিৎসা-সংক্রান্তে ২৭ জানুয়ারী ২০২৩
ইং থেকে অধ্যাবধি দুবাই ও নিউইয়র্কে অবস্থান করার
পরও তাকে এবং কতৃপক্ষকে জড়িয়ে বানোয়াট ও ভিত্তিহীন খবর প্রচার করে পদ্মা লাইফ-সহ পদ্মা লাইফের চেয়ারম্যান ও কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে হলুদ সাংবাদিকতা অব্যাহত রেখেছে।
এমতাবস্থায়, পদ্মা লাইফ কতৃপক্ষ বিবার্তা ডট নেট ও এফ এম শাহীন গংয়ের উল্লেখিত কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে উল্লিখিত ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রতিকার দাবীর পাশাপাশি দেশের সকল সচেতন মহল
ও প্রচার মাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছে।
Leave a Reply