“যে ভালোবাসায় সস্তা অর্জন সেই ভালোবাসা সস্তায় বিসর্জন”???
——————-//——————
সুখের মতো ব্যথা দিয়ে একে অপরের থেকে ভালবাসা আড়ালে লুকায় ।জীবনের প্রাপ্তি বয়সে এসে আমরা একটি ভালোবাসার বন্ধনে বাধ্য হয়ে সুখের জন্য সামাজিক রীতিনীতি মেনে দায়িত্ববোধ নিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হই সত্য॥
বর্তমান যুগের ভালোবাসা যেমন সস্তা অর্জন করা হয় ঠিক তেমন করে ক্রমাগত সস্তায় বিসর্জন করা হয়.
জীবন আনন্দের উপভোগ করার জন্য মোরা ভালবাসার ঘর বাঁধি॥ একে অপরের সঙ্গে স্পর্শ কাতরে প্রবল ভালোবাসার উৎসে চেতনা উৎসাহিত হয়ে বলে ফেলে মুখের বহিঃপ্রকাশে আমি তোমায় ভালোবাসি ।সুখ -দুঃখের আনন্দের নির্ভরতা একে অপরের উপর ক্রমাগত প্রবল আত্মবিশ্বাসের সমন্বয় সম্মতিক্রমে উচ্ছ্বাস সুন্দর পৃথিবীতে সুখের মেলায় একাত্মতা প্রকাশ করে ঘর বাঁধে ,সেই সুখের ঘর আবার ক্ষুদ্ধতার আক্রমণে আক্রশে তাসের ঘরের মতো রক্তক্ষয় বিচ্ছেদে বাঁধন হারায় !
সুখের লাগিয়া মোরা ঘর বাঁধিয়া কাঁদিতে হয়॥ যে ভালোবাসা একে অপরের প্রতি মূল্যবোধ এবং ত্যাগ স্বীকৃতি প্রত্যাশা থাকে না ।সেই ভালোবাসা সত্যেই অনাকাঙ্খিত পরিতাপের বিষয এবং বিষের চেয়ে অধিক!!
হিংসা-বিদ্বেষ নিজের আত্মসম্মানের প্রবল উৎকণ্ঠা বলে আমি আমার মতই তোমারই ঊর্ধ্বে আত্মচিৎকারে আজকের এই সমাজে ভালোবাসার বিসর্জনের কি নির্মম পরাজয় !!
১৬/০৯/২০২৩ইং তপন বঙ্গবাসী ,ভালা লাগা থেকে লেখা -লেখী করি ।
Leave a Reply