ভালোবাসার জন্যে
———-আবীর অরণ্য
ভালোবাসার জন্যে
———-আবীর অরণ্য
ভালোবাসার জন্যে
———-আবীর অরণ্য
তাকিয়ে দেখো আকাশটা গাঢ় নীল রং এ সেজেছে
ওই প্রচন্ড উত্তাল সাগরের সাথে আছে কতো মিল,
বলতে পারো দুজনের কেনো এতটা মিল,
কেবলমাত্র একে অন্যকে ভালোবাসার জন্যে।
ওই চেয়ে দেখো কাননে ফুটেছে কত রং বেরংয়ের
ফুল
কত মৌমাছি সেথা জুটছে এ ফুল থেকে সে
ফুলে উড়ছে মনের আনন্দে মধু সংগ্ৰহে,
এটাও শুধু ভালোবাসার জন্যে।
চেয়ে দেখো ওই আকাশে পূর্ণিমার চাঁদ ছড়াচ্ছে মধুর জ্যোৎস্নার আলো, জ্যোৎস্নার টানে নদীর বুকে,
দিনে রাতে জোয়ার ভাটা নেমে আসে শুধুমাত্র সেই ভালোবাসার জন্যে।
ওই বিপদ সংকুল পাহাড়ের বুক চিরে দুকূল ভাসিয়ে ঝর্ণাটি নদী হয়ে বয়ে যায়,
মিশেছে সে নদী সাগরের মোহনায় মধুময় আবেগে, কোন সে টানে জানো?
শুধুই একটুখানি ভালোবাসার জন্যে।
কত বিনিদ্র রজনী জেগে থাকি তোমায় ভেবে সেও
শুধু ভালোবাসার জন্যে,
তুমি অনেক দূরে তবুও মনে হয় আছো পাশে,
আমার হৃদয়ের কাছে, কেনো জানো?
শুধুই ভালোবাসার জন্যে।
ভালোবাসা শুধু মানুষে কে নয় এই প্রকৃতির সব
কিছুই বুকে টেনে নেয় মধুর আবেসে।
Leave a Reply