1. hthvlixr@mailkv.com : charlene45s :
  2. liubomir8745@gmail.com : creatanlije :
  3. sirazul2664@gmail.com : dakhinbongonews : দক্ষিণবঙ্গনিউজ ২৫.কম
  4. jordozognu@gufum.com : jordozognu :
  5. Nadiburipaji@gmail.com : Nadia :
  6. Shahneowanalam@gmail.com : Shahneowaj :
  7. Shahneowajalamkb@gmail.com : Shahneowajalam :
  8. shibuojha1997@gmail.com : shibu ojha :
  9. fullermichaelsen980@kingsemails.com : wintermargin47 :
কমিউনিটি ক্লিনিক না থাকলে করোনা ভ্যাকসিন দেওয়া সম্ভব হত না- এমপি জয় - dakhinbongonews25
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম
২২ জানুয়ারী মওলানা ভাসানীর স্বদেশ প্রত্যাবর্তনের ৫২তম বার্ষিক শহীদ আসাদের চেতনা শেষ হবার নয় : বাংলাদেশ ন্যাপ নেছারাবাদে দোয়া ও মিলাদের মধ্য দিয়ে শুরু হলো সুমনের নির্বাচনের আনুষ্ঠানিকতা চালের মূল্যবৃদ্ধির সিন্ডিকেটদের এখনই নিয়ন্ত্রন করুন : বাংলাদেশ ন্যাপ পিরোজপুর-২ আসনে এ্যাডভোকেট কানাইলাল বিশ্বাস সম্পর্কে গুজব… আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে পিরোজপুর জেলার ৩টি আসনে ৩জন আলোচিত স্বতন্ত্র প্রার্থীরা সবাই আলোচনার শীর্ষে দিলীপ কুমার আগরওয়ালার লেখা-“শেখ হাসিনাতে আস্থা, শেখ হাসিনাতেই বিশ্বাস” তাপস মজুমদার (দাদা ভাই) এর লেখা-খুব কাছ থেকে দেখা “আনোয়ার হোসেন মঞ্জু শ্যামনগরে আওয়ামী মৎস্যজীবী লীগ কাশিমাড়ি ইউনিয়ন কমিটি গঠন রাজনৈতিক সংকট নিরসনে প্রয়োজন সর্বদলীয় সংলাপ : বাংলাদেশ ন্যাপ
বিজ্ঞাপন
★বইমেলা-২০২৫★ বইমেলার ২০২৫ উপলক্ষে আমাদের প্রস্তুতি বেশ ভালো, অনেকগুলো নতুন পাণ্ডুলিপির কাজও চলমান। সম্মানীত লেখকদের বলছি, আগামী বইমেলার জন্য লেখা প্রস্তুতের এখনই উপযুক্ত সময়। কেন বলছি? কারণ পরিকল্পনা অনুযায়ী কাজ করলে নির্ভুল সম্পাদনা, পাঠকপ্রিয় ও মানসম্মত বই প্রকাশের সুযোগ থাকে বেশি। তাই পাণ্ডুলিপি নির্বাচন ও প্রস্তুতের এখনি উপযুক্ত সময়। মনে রাখবেন, পাণ্ডুলিপি ২৫টি ধাপ পেরিয়ে পর্যায়ক্রমে একটি বই হয়। তাই মানমম্মত বই প্রকাশ করতে হলে যথেষ্ঠ সময়েরও প্রয়োজন। আগামী বইমেলায় সপ্তর্ষি প্রকাশন এর সাথে যারা যুক্ত হতে চান তারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। Shibu Chandra Ojha প্রকাশক, সপ্তর্ষি - Saptarshi ৩৭/১ খান প্লাজা, তৃতীয় তলা, বাংলাবাজার, ঢাকা-১১০০ ফোনঃ 01714225520/01712158340 হোয়াটস অ্যাপ -01318403248 ই-মেল:shibuvgco@gmail.com

কমিউনিটি ক্লিনিক না থাকলে করোনা ভ্যাকসিন দেওয়া সম্ভব হত না- এমপি জয়

  • সর্বশেষ আপডেট বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৫৩ বার দেখা হয়েছে

মাসুদ রানা বাচ্চু সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

কমিউনিটি ক্লিনিক না থাকলে দেশে তৃনমূল জনগোষ্ঠীকে করোনা ভ্যাকসিন দেওয়া সম্ভব্য হত না। সিরাজগঞ্জের চরাঞ্চলের মানুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ভ্যাকসিন নিতে পারত না।করোনাকালীন মহামারির সময় প্রত্যেক কমিউনিটি ক্লিনিক থেকে করোনা রোগীকে স্বাস্থ্য সচেতনা ও করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। জননেত্রী শেখ হাসিনা ১৯৮১সালে দেশে এসেই তৃনমুল আওয়ামীলীগকে সুসংগঠিত করেছে। ১৯৯৬ সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে দেশের মানুষকে সর্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক নির্মান করেছে। ২০০১সালে বিএনপি জোট সরকার ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে দেয়। আওয়ামীলীগ সরকার পুনরায় ২০০৮সালে ক্ষমতায় এসে বন্ধ ১৪হাজার কমিউনিটি ক্লিনিক পুনরুজ্জীবিত করেন।
বর্তমানে প্রতিটি কমিউনিটি ক্লিনিকে ১৭ সদস্য বিশিষ্ট সিজি কমিটি রয়েছে। সিজি কমিটির আওতাধীন ৫১ সদস্য বিশিষ্ট ৩টি সাপোর্ট গ্রুপ রয়েছে। কমিউনিটি ক্লিনিকগুলো সরকার ও জনগণের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। ইউনিয়ন পরিষদের স্বাস্থ্যখাতের বাজেট কমিউনিটি ক্লিনিকে ব্যবহার হলে ভবিষ্যতে কমিউনিটি ক্লিনিকের সেবার মান আরো বৃদ্ধি ও জনগণ আস্থা পাবে।
সমাপনী দিনে কমিউনিটি ক্লিনিকে ইউনিয়ন পর্যায়ে দিনব্যাপী কমিউনিটি গ্রুপ (সিজি) প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদর) আসনের সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় একথাগুলো বলেন।
(১৬ আগষ্ট ২০২৩ইং) তারিখে সকাল ১০টায় সিরাজগঞ্জে বাগবাটী আব্দুল্লাহ আল মাহমুদ ডিগ্রী কলেজ হলরুমে প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জাহিদুল ইসলাম হীরা’র সভাপতিত্বে ইউনিয়ন পর্যায়ে দিনব্যাপী কমিউনিটি গ্রুপ (সিজি) প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী দিনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ চেম্বার এন্ড ইন্ডাষ্টি’র সভাপতি আবু ইউসুফ সূর্য্য, বাগবাটী ৩১শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরিফুল ইসলাম মিঠু, রতনকান্দি ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, বাগবাটী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ছোনগাছা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ, বহুলী ইউপি চেয়ারম্যান ফরহাদ সেখ, বহুলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, মেছড়া ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও খাগা কমিউনিটি ক্লিনিকের সভাপতি মুঞ্জুরুল আলম
, রতনকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইদুল ইসলাম জুড়ান, বাগবাটী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমজাদ হোসেন
সিরাজগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের স্যানিটাররী ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন এর পরিচালনায় কমিউনিটি ক্লিনিকের সমস্যা নিয়ে সিজি গ্রুপের পক্ষ থেকে বক্তব্য রাখেন, সিএইসসিপি বুলবুল আহম্মেদ ভুট্টো, একডালা কমিউনিটি ক্লিনিকের জমিদাতা বীরমুক্তিযোদ্ধা আমজাদ হোসেন প্রমুখ।
ইউনিয়ন পর্যায়ে দিনব্যাপী কমিউনিটি গ্রুপ (সিজি) প্রশিক্ষণ কার্যক্রমে ৫টি ইউনিয়নে ১১টি কমিউনিটি ক্লিনিকের প্রধান পৃষ্ঠপোষক, সভাপতি, সহসভাপতি, কোষাধ্যক্ষ, সদস্য ও কো-অপ্ট সদস্যসহ মোট ১৮৭জন প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে সিজি গ্রুপের সকল সদস্যদের হাতে কমিউনিটি ক্লিনিকের পরিচালনার করার বই, একটি ছাতা ও ব্যাগ সহ উপহার সামগ্রী তুলে দিয়ে অংশগ্রহণকারীদের সাথে আনন্দঘন পরিবেশে ছবি উঠেন সিরাজগঞ্জ (কাজিপুর-সদর) আসনের সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়।
উল্লেখ্য, ৯ ও ১০ আগষ্ট প্রথম পর্যায়ে সদর উপজেলার কাওয়াকোলা, খোকশাবাড়ি, সয়দাবাদ, কালিয়াহরিপুর ও শিয়ালকোল ইউনিয়নের সকল সিজি গ্রুপের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। ১৭আগষ্ট সদর উপজেলার রতনকান্দি, বাগবাটী, ছোনগাছা, মেছড়া ও বহুলী ইউনিয়ের সকল কমিউনিটি ক্লিনিকের সকল সিজি গ্রুপের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের মাধ্যমে সদর উপজেলায় সিজি গ্রুপের ৮০৯জনের প্রশিক্ষন সমাপ্তি হয়।

মাসুদ রানা বাচ্চু সিরাজগঞ্জ
তারিখ ১৬-০৮-২০২৩ ইং
মোবাইল ০১৭১২-৬৩৭৯৭৪

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
©দৈনিক দক্ষিণবঙ্গনিউজ২৫.কম এর সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৩-২০২৫
❤️Design With Tamim Zarif