গীতি কবিতা
ভালো থাকার অভিনয়
হাবিবুর
বেঁচে থাকার অভিনয়ে এই ভবে
সবাই সুখী,কেউ নয় দুঃখী সংসারে,
পাইনি খোঁজে সুখের ঠিকানা,
ঢাকা বুঝি আঁধারে
মিথ্যা সুখে জুড়ায় আঁখি নৃত্য করে।
উপর উপর দেখায় ভালো, সামনে এগিয়ে চলো
মনের কোণে কষ্ট রেখে জমা, ছুঁড়ায় আলো,
মলিন হৃদয়ে রয়েছে দাঁড়িয়ে ,তবু এলোমেলো
জীবন খাতায় শুণ্য পাতায় ,ইতিহাস রয়ে গেলো
গোপন ব্যাথায় কখনো হারায় শোকের সাগরে
অভিনয়ে যায় হেসে বেদনারা সুখের আসরে।।
কত মানুষ হারিয়ে যায়, বিষাক্ত তীরে
কেউ ধুঁকে,কেউ যন্ত্রণা নিয়ে বুকে চলে অগোচরে,
কেউ রাখেনি কারও খবর, স্বার্থের তরে,
ভালোবাসা আজ যেন গিয়াছে মরে
হয়না কোন অনুতাপ অনুসূচণা অন্তরে
মনহীন মানুষেরা নিয়েছে সব কেড়ে।।
ভালো থাকার অভিনয়ে,
দুঃখ ব্যথা সব যায় সয়ে নীরবে,
কখনো কি সুখের ঠিকানা তারা খোঁজে পাবে?
বয়ে বেড়াবে কি চিরকাল শোকের ধারা এভাবে?
নিষ্ঠুর নির্মম রীতি কবে বদলাবে,
সুখের কাছে দুঃখেরা বার বার যদি যায় হেরে,
জীবন কারাগারে কত প্রাণ যাবে ঝড়ে।।
Leave a Reply