রুদ্র নীল, স্টাফ রিপোর্টার
সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণের ডাকে
২৭-২৮ জুন২০২৫, ঢাকা -চট্টগ্রাম রোড মার্চের সমাপনী সমাবেশ চট্টগ্রাম বন্দর ভবনের সামনে অনুষ্ঠিত হয়।
২৭ জুন শুক্রবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে যাত্রা শুরু হয়ে পথে পথে সমাবেশ করে ফেনী গিয়ে রাত্রী যাপন করে। পরের দিন ফেনী থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে চট্টগ্রাম বন্দর ভবনের সামনে বিকেল ৫টায় সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন গণ-অভ্যুত্থানের সরকার দেশের স্বার্থ বিরোধী সিদ্ধান্ত নিয়েছে! তারা দেশের গুরুত্বপূর্ণ বন্দর বিদেশি কোম্পানিকে পরিচানার দায়িত্ব দিতে চায়।ইতিমধ্যেই মার্কিন কোম্পানি স্টারলিংকের সাথে চুক্তি সম্পাদিত করেছে, গৃহযুদ্ধে বিপর্যস্ত রাখাইন রাজ্যে করিডর দেওয়ার অপতৎপরতা চালাচ্ছে। নিউমুরিং টার্মিনাল ফ্যাসিষ্ট হাসিনা সরকারের আমলে ইজারার উদ্যোগ ইউনুস সরকার বাস্তবায়ন করছে , যা অভ্যুত্থানের জণআকাঙ্ক্ষার সম্পুর্ন বিপরীত। উপরোক্ত চারটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিপদজনক বটে। এরকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জনগনকে অন্ধকারে রেখে অন্তর্বর্তী সরকার নিতে পারে না। বক্তারা দেশবাসীকে ঐক্যবদ্ধ করে অতিতের মতো দেশ বিরোধী সিদ্ধান্ত প্রতিহত করার আহবান জানান।
Leave a Reply