ভুলের মাশুল
যদি জানতে চাও
কি ব্যথা জমেছে এই বুকে ,
খাঁচায় পোষা ঐ পাখিটার
কাছে জেনে নিও ।
যদি দেখতে চাও কতটুকু জল
ঝরেছে এ দু’টো চোখে ,
বিলের জলে ডোবা ঐ
পদ্ম ফুলকে দেখে নিও ।
রাতের আকাশ ভরা
তারারা জ্বলে মিটিমিটি ,
কি কথা রয়েছে তার
মনের মুকুরে তা জানো কি ?
কুয়াশায় ভরে যায়
সকল পৃথিবী জুড়ে আজীবন ,
কতটা ঋণী ঐ গোল মত চাঁদ খানা
সূর্যের সাথে তার আলাপন ।
কি ভুলে ছাড়লে তাকে
যে ছিল তোমার চির আপন ,
দাওনি সাড়া তব ভুলের মাশুল দিতে
যে খোঁজে তোমায় অনুক্ষণ ।
২১ অক্টোবর , ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার ।
লালবাগ , ঢাকা ।
Leave a Reply