তোর চোখে
চোখ দেখে যে মন পড়ে নিতে পারে
তাকে এককথায় বলা যেতে পারে অন্তর্যামী।
চোখের ভিতর যে স্বপ্ন দেখে
তাকে ‘ভাবনার ভিতর একটু আলো’ বললেও দোষ হয় না।
চোখ দেখে যে ভালোবেসে ফেলে
তার বুকে একে একে হাজারটা পাহাড় চাপিয়ে দিলেও
অগ্নিগিরির দগদগে ক্ষত মুছে ফেলা যায় না।
একটুখানি তারার মতো
একটুখানি ভোরের মতো
ঘাসের বুকে একটুখানি শিশির হয়ে
সে জ্বলতেই থাকে।
আমার চোখ পুড়েছে তোর অকাল অনলে
আমার গৃহ ভেসে গেছে তোর চোখের কাজলে
আরেকটু দাঁড়াও
আরেকটু দাঁড়াও
কী আছে, কী আর নেই
আরেকটু দেখে নেই
তারপর সবকিছু ছেড়েছুড়ে জ্বলব তোর অনন্ত আগুনে।
ডাকবাংলো, তেতুলিয়া, পঞ্চগড়।
Leave a Reply