নিরব শত্রুতা
নিরব এক যুদ্ধ চলছে প্রতিদিন,
হাসির আড়ালে বিষণ্ণতা, মিথ্যার বিনিময় রিনিঝিন,
চোখে চোখ রেখে যত মমতার কথা,
ভেতরে লুকিয়ে কত হিসাব
কত অচেনা ক্রোধ, কত নিঃশব্দ প্রহার।
এ সমাজ যেন এক মঞ্চ,
যেখানে মুখোশ পরে সবাই অভিনয় করে
বন্ধু সাজে শত্রু, শত্রু হয় নির্লিপ্ত নিরপেক্ষ;
মানবতার নাম ভাঙিয়ে চলে প্রতারণার ব্যবসা,
আর সত্যের আলো নিভে যায় মিথ্যার ঝলকে।
নিরব শত্রুতা এখন নিয়মিত অভ্যাস,
কেউ কারো পাশে থাকে না বিনা স্বার্থে,
হাসির মাঝেও শোনা যায় কপটতার ছায়া,
একটু সফলতা পেলে আশেপাশে জ্বলে ওঠে ঈর্ষার আগুন,
প্রশংসার ভাষা হয় ধারালো অস্ত্র
যে ভালোবাসে, তাকেই ফেলে দেয় সন্দেহের জালে।
অফিসে, রাজপথে, সংসারে
সর্বত্র এক অদৃশ্য দখলদারি চিন্তা,
মানুষ মানুষকে মাপে পদবী ও প্রভাবে,
চেতনা বিক্রি হয় সোশ্যাল মিডিয়ার দামে,
অভিনয়ের দৃশ্যে হারিয়ে যায় সততার মুখ।
নিরব এই শত্রুতা রক্তক্ষয়ী নয়,
তবু ক্ষত দেয় গভীর,
যেখানে বন্ধুতার পরিণতি হয় প্রতিযোগিতা,
ভালোবাসার ভিতর জন্ম নেয় অবিশ্বাসের শিকড়।
যে সমাজ একদিন ছিল পরস্পরের কান্নায় ভেজা,
আজ সেখানে চোখ শুকনো, হৃদয় পাথর,
একজনের দুঃখ আরেকজনের বিনোদন,
সামাজিক নেটওয়ার্কে ভাসে করুণার ছদ্মরূপ,
কিন্তু বাস্তবে কেউ এগিয়ে আসে না এক কদমও।
হয়তো তাই মানুষ এখন একা থেকেও ভীড়ে হারায়,
বন্ধুদের মাঝেও অনুভব করে নিঃসঙ্গতার দংশন,
যেখানে প্রতিদিনের সেলফির পেছনে
লুকিয়ে থাকে অগণিত অনুচ্চারিত হাহাকার।
নিরব এই শত্রুতা শেষ হবে কবে?
যেদিন মানুষ আবার মানুষকে চিনবে,
চোখের ভাষা বুঝবে, হাত ধরবে হৃদয় দিয়ে,
সেদিন হয়তো সমাজ পাবে মুক্তি
এই নিরব, নীচুস্বরে চলা শত্রুতার অন্ধকার থেকে।
ততদিন আমরা বাঁচব ছায়ার মতো,
বাহিরে আলো, অন্তরে রাত,
ভালোবাসার ভান আর সন্দেহের নিঃশব্দ কণ্ঠে
নিরব শত্রুতা চলবে
এই সমাজের প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি মানুষের অন্তরে।
Leave a Reply