টিকেট
লুঙ্গি পরে সহজ সরল গ্রামের এক ছেলে
ঢাকায় এসে শখের বসে চড়ল মেট্রোরেলে।
বগির মধ্যে গাদাগাদি দেখে ছেলেটি হলো অবাক
মতিঝিলের টিকেট কেটে নামলো ভুলে শাহবাগ!
জীবনে সে প্রথমবারে দেখলো চলন্ত সিঁড়ি,
ভয় পেয়ে সে পণ করেছে ফিরে যাবে বাড়ি।
গ্রামেই আছে মাটির গন্ধ, গ্রামই আসল সুখ,
গ্রামই আমার শৈশব,কৈশোর, বাংলা মায়ের মুখ।
https://shorturl.fm/3QWx6
https://shorturl.fm/eYcC2
https://shorturl.fm/MnHBC
https://shorturl.fm/9WsU9
https://shorturl.fm/FEeW3
https://shorturl.fm/FCQh8