শিশির বিন্দু
ক্ষণিকের জন্য এলে
মায়ায় জড়িয়ে,
সবাইকে কাঁদিয়ে,
আচমকা চলে গেলে।
তোমায় হারিয়ে বিমর্ষ মন
অজান্তেই তোমায় খুঁজে সারাক্ষণ,
তুমি আজ দূর আকাশের তারা,
তোমায় ছাড়া, স্বজন যারা
নিদ্রাহীন, তন্দ্রা হারা।
তুমি ভোরের শিশির বিন্দু
হারালে সূর্যের কিরণে,
স্বর্গের ফুল,স্বর্গেই গেলে
দিন কাটে তোমার স্মরণে।
(কবি তার ৫ বছর বয়সি ভাতিজি এশার স্মরণে এ কবিতা রচনা করেন)
Leave a Reply