ক্ষয়িষ্ণু মূল্যবোধ
প্রিয় জন্মভূমিতে আমাদের যা গেছে
একেবারেই কি তা গেছে হারিয়ে
হারাবার কিছু কি নেই আর!
সত্যি যদি থাকে, হোক না ক্ষুদ্র যত
মায়া মমতা কিছু তো আছে।
সেটুকু রক্ষার একটু প্রয়াস
কখনো হবে নাকো আর?
প্রজন্ম আসবে, প্রজন্ম যাবে
ঘুম পারানির গান শুনে ঘুমাবে কি
বাকি জীবনভর
যাপিত জীবন হবে কি অসার?
তবে তো মরার আগেই মরেছি আমরা
ভূত হয়েছি বারংবার
নাকের ডগায় ঝুলন্ত মূলো
করছে অন্ধ সবাইকে বারবার।
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪।
স্বত্তাধিকার সংরক্ষিত@
Leave a Reply