রুদ্রনীল,স্টাফ রিপোর্টার
বাংলাদেশের চট্টগ্রাম বন্দর বিদেশি কর্পোরেট শক্তির হাতে তুলে দেওয়ার চক্রান্ত এবং তথাকথিত ‘মানবিক করিডর’ প্রদানের নামে মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসী নকশার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বানে সুন্দরগঞ্জে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ২৭-২৮ জুন “ঢাকা-চট্টগ্রাম রোডমার্চ” কর্মসূচিকে সফল করতে সোমবার বিকেল ৪টায় উপজেলা শহরের কাঁঠালতলী মোড়ে এ পথসভার আয়োজন করে “বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন”–এর সুন্দরগঞ্জ উপজেলা পাঠচক্র ফোরাম।
পথসভায় বক্তব্য রাখেন আশরাফুল ইসলাম আকাশ, মমিনুল ইসলাম, কৃষ্ণ চন্দ্র পাল এবং বিপ্লবী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য রুদ্র নীল। বক্তারা বলেন, “চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা আসলে জাতীয় স্বার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। ‘মানবিক করিডর’ নামে খুলে দেওয়া হচ্ছে সাম্রাজ্যবাদের প্রবেশদ্বার। এর বিরুদ্ধে জনগণের পক্ষ থেকে একটি শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
তারা আরও বলেন, “রোডমার্চ শুধু একটি প্রতিবাদ নয়, এটি আমাদের ভূখণ্ড রক্ষার লড়াই, শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার অঙ্গীকার। ঢাকা-চট্টগ্রাম রাজপথে প্রতিধ্বনিত হবে এই জনতার আওয়াজ।” স্থানীয় মানুষের অংশগ্রহণ এবং বিপুল উৎসাহ সাম্রাজ্যবিরোধী এই লড়াইকে আরও বেগবান করবে।
Leave a Reply