মাহমুদুল হাসান
কুমিল্লা প্রতিনিধি
রবিবার (১৩ জুলাই) সেইভ আর্থ সোসাইটির কর্তৃক পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলার সহকারী কমিশনার ফয়সাল আল নূর।
কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মাধাইয়া বাজার মোড় থেকে মাধাইয়া উচ্চ বিদ্যালয় পর্যন্ত এ কার্যক্রম ব্যাপৃত ছিল। এছাড়া চান্দিনা উপজেলা পরিষদের আশে পাশের অঞ্চলে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করা হয়।
বাসযোগ্য কুমিল্লা চাই, ময়লা দূর্গন্ধ নয় প্রতিপাদ্যে উক্ত অভিযান পরিচালনা করা হয়। “প্রতিনিয়ত কুমিল্লা শহরে ময়লা আর্বজনা বাড়ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না। তাই আমরা নেমেছি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে বলে জানান সেইভ আর্থ সোসাইটির ভলেন্টিয়ার অনিক আহমেদ।
সহকারী কমিশনার জনাব ফয়সাল আল নূর জানান, একটি সুন্দর ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার প্রথম পদক্ষেপ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। রাস্তা ঘাট পরিষ্কার থাকলে মানুষের সুস্থতা ও মানসিকতার বিকাশ ঘটে।
Leave a Reply