অবেলায়
মানুষের কষ্টগুলো ঝরে যায় ,
বসন্ত ফুলের মতো।
ভোর হলেই ক্ষতচিহ্নের দাগ লেগে থাকে রাজহংসের কপালে।
মহাকাশের প্রজ্বলিত উল্কার ওপিঠ জানতে চায়না
একটু একটু করে অন্ধকারের গভীরতা আজ কতটুকু।
চারিদিকে শিয়াল কুকুরের চিৎকারে ঘুম ভাঙে অজস্র্র বাদুড়ের।
লাল লাল ক্ষুধার্ত চোখগুলো রক্তিম জলাশয়ে ডুব দিয়ে পেট ভরায় নিয়মিত।
স্থির পাথরের মত ক্ষমতার জমাট বাঁধা পৃথিবীর আদিম মানুষেরা মর্তে এসে ভুল ঈশ্বরের ধ্যান করে ফিরে যায় প্রতিদিন ।
দরজার এপাশে নিদারুণ হাহাকার আর দুঃস্বপ্নে বালিশ ভেজায় দূর নক্ষত্র থেকে ফিরে আসা এলিয়েন।
পাথর ভাঙার শব্দে ঘুরে ঘুরে আসে হৃদয় ভাঙার শব্দ।
আলোক বর্ষের ভাঙনে ক্রমাগত ভাঙতেই থাকে মর্ত্যের প্রাগৈতহাসিক পাপ পূন্য।
আলবেনি, নিউইয়র্ক
Leave a Reply