বাহুবলে অবৈধ পথে পাচারকালে ভারতীয় জর্জেট শাড়িসহ ৩ জন আটক
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি ।। হবিগঞ্জের বাহুবলে অবৈধভাবে ভারতীয় জর্জেট শাড়ি পাচারের সময় ৩ জনকে আটক করেছে বাহুবল মডেল থানা পুলিশ।
শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) ভোররাত আনুমানিক ৫টা ১৫ মিনিটের দিকে থানার নিয়মিত রাত্রিকালীন বিশেষ অভিযান পরিচালনা করা হয়
পুলিশ সূত্রে জানা যায়, বাহুবল মডেল থানার ওসি মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ ইব্রাহিম আকন্দ এবং সঙ্গীয় ফোর্স রাত্রিকালীন বিশেষ টহল ডিউটি পরিচালনাকালে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর (বাগানবাড়ী) এলাকার স্টার ব্রিক ফিল্ডের সামনে একটি ডিআই পিকআপ থামিয়ে তল্লাশি চালান।
তল্লাশিতে গাড়ির পিছনে থাকা ৬টি সাদা প্লাস্টিকের বস্তা থেকে মোট ২৫৫ পিস ভারতীয় বিভিন্ন রঙের জর্জেট শাড়ি উদ্ধার করা হয়। এসময় পাচারের সঙ্গে জড়িত ৩ জনকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন,
১) মোঃ মান্নান আহম্মেদ (৪৮)
পিতা: মোঃ রহমত আলী, ঠিকানা: কলতা, ২নং গালা ইউপি, হরিরামপুর, মানিকগঞ্জ । ২) নূর উদ্দিন (৩২) পিতা: মৃত তবারক আলী,
ঠিকানা: খাদিমনগর (নোয়াগাঁও), ৪নং খাদিমপাড়া ইউপি, শাহপরান (রঃ), সিলেট। ৩) মোঃ আব্দুর রউফ ওরফে রুবেল (৩২)পিতা: মৃত আশরাফ আলী, ঠিকানা: খাদিমনগর (নোয়াগাঁও), ৪নং খাদিমপাড়া ইউপি, শাহপরান (রঃ), সিলেট।
এ বিষয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়াধীন চলমান রয়েছে এবং এই চোরাচালান চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত আছে।
স্থানীয়দের দাবি, মহাসড়কজুড়ে ভারতীয় পণ্য পাচার রোধে পুলিশের অভিযান আরও জোরদার করা প্রয়োজন।
Leave a Reply