‘
সর্বজনীন, বৈষম্যহীন, বিজ্ঞানভিত্তিক ও একক ধারার গণতান্ত্রিক শিক্ষাব্যবস্থা এবং শোষণ-বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ‘বিপ্লবী ছাত্র আন্দোলন’ নামে একটি নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।
শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় শহীদ মুনির চৌধুরী মিলনায়তনে বিভিন্ন জেলার ছাত্র প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় সংগঠনটি প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় ছাত্রনেতা বিশ্বজিৎ শীলকে আহ্বায়ক ও রেহেনা পারভিনকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
বিকাল ৪টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক বিশ্বজিৎ শীল। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্ত্তী এবং সদস্য বেলাল চৌধুরী।
এছাড়াও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন এবং কেন্দ্রীয় সদস্য মোজাম্মেল হক।
আলোচনা সভা শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়, যেখানে সংগীত, কবিতা ও নাচের মাধ্যমে সংকট সমাজের অসঙ্গতি তুলে ধরা হয়।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, তারা শিগগিরই দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠন ও শিক্ষার্থীদের সাথে সংযোগ স্থাপনের কার্যক্রম শুরু করবেন।
Leave a Reply