কবিতাঃ শিশির বিন্দু
কলমেঃ মোঃ রাসেল শরীফ
শৈশব গেল, কৈশোর গেল, যৌবন কাল যে যায় যায়
মাঝ বয়স এলো সে বুঝি, বার্ধক্য আর যে দূরে নয়
যায় সে যায় দিন পেরিয়ে মাস বছর সময় যায়
এ খেলা ঘরে শূন্যতা ভরে ঝুলিতে করে নিতে বিদায়।
আকাঙ্খা যত শূন্য অপূর্ণ বিষাদে ভরা থেকেই যায়
পূর্ণতা এই জগৎ মাঝেতে কোথায় কেবা খুঁজে গো পায়
বিশালতার মাঝেতে ক্ষুদ্র বিন্দুর ন্যায় জগৎ যে হাই
আমিতো ধূলিকণা যে মাত্র সংসার মাঝে বুঝিতে পাই।
ক্ষুদ্র সময় কায়ার জন্য রুহ বিদায় বুঝিতে পাই
আপনার কে আপন বলো এই না জগৎ সংসার ময়
ক্ষুদ্র জ্ঞানের নুড়ি পাথর কুড়ায়ে বেলা ফুরিয়ে যায়
বিশালতার মাঝে নিজেকে শিশির বিন্দু যে মনে হয়।
বিশ্বাস ভরা জীবন ঘেরা শূন্যতা মোড়া শূন্যে হারায়
সন্ধান করি সন্ধান কারি কারিগর সে থাকে কোথায়
গ্রহ নক্ষত্র তারকা রাজি ব্রহ্মাণ্ড সৃষ্টি একি বিস্ময়
ব্রহ্মাণ্ডময় তার সৃষ্টিতে তার অস্তিত্ব বুঝিতে পাই।
https://shorturl.fm/PO8Ow
https://shorturl.fm/V5sJz