আমিনুল হক, সিংড়া,(নাটোর) প্রতিনিধি:
নাটোর-৩ (সিংড়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য প্রফেসর সাইদুর রহমান গণসংযোগ করেছেন।
বৃহস্পতিবার (২৮ আগষ্ট) উপজেলার ১২ নং রামানন্দ খাজুরা ইউনিয়নের কইগ্রাম বাজারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে এ গণসংযোগ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর আ ব ম আমানুল্লাহ, উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক এন্তাজ আলী, ইউনিয়ন জামায়াতের আমীর আহসান হাবীব ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি শহিদুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ।
গণসংযোগ শেষে, উপস্থিত সকলের উদ্দেশে প্রফেসর সাইদুর বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম সৎ নেতৃত্ব ও আল্লাহর আইনের বাস্তবায়ন চাই। আমারা ক্ষমতায় গেলে চাঁদাবাজি মুক্ত সমাজ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করবো ইনশাআল্লাহ।
বিগত ১৭ বছর জামায়াত এরওপর অমানুষিক নির্যাতন চালিয়েছে। তারপরও কোনো কিছুতেই জামায়াতে ইসলামী এক মুহূর্তের জন্য থেমে থাকেনি, থেমে যায়নি। জনগণকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশ গড়বে।
আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচনে সকল সম্প্রদায়ের সমর্থন আশা করেন তিনি।
https://shorturl.fm/PD526
https://shorturl.fm/QsGQn
https://shorturl.fm/cbWOm