স্টাফ রিপোর্টার- আবুল বাশার:
নাটোরের সিংড়া হাতিয়ানদহ ইউনিয়নে নলবাতা উচ্চ বিদ্যালয় মাঠে ৩০ বছর পর ফ্রেন্ডস ক্লাব ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
হাতিয়ানদহ ইউনিয়নে নলবাতা উচ্চ বিদ্যালয় মাঠে ১৫ অক্টোবর শনিবার, বিকেল ৪-১৫টা মিনিটে ১৯৯৬ ইং এস, এস, সি, ব্যাচ-
নাটোর লালোর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় আমরা সবাই ফ্রেন্ডস ক্লাব ১৯৯৬ এস,এস,সি, ব্যাচ, নাটোর সদর থানা।বনাম-
নাটোর দত্তপাড়া প্যারাডাইস মডেল উচ্চ বিদ্যালয় এর আকর্ষণীয় মনোমুগ্ধকর ফুটবল ফাইনাল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়।
ফ্রেন্ডস ক্লাব ১৯৯৬ ইং এস,এস,সি লালোর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এর সকল সহপাঠী বৃন্দের পক্ষে এম, এ,জাহাঙ্গীর আলম জনির সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চামারী ডিগ্রী কলেজের অধ্যাপক ও হাতিয়ান্দহ ইউনিয়ন বিএনপির প্রাক্তন সভাপতি, জনাব কায়ছার হায়দার হেলাল।
মনোমুগ্ধকর এই ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় নাটোর লালোর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ৪-0 গোলে দত্তপাড়া প্যারাডাই মডেল উচ্চ বিদ্যালয় কে হারিয়ে বিজয় হন।
খেলা শেষে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন, হাতিয়ানদহ ইউনিয়ন বিএনপির প্রাক্তন সভাপতি জনাব কায়ছার হায়দার হেলাল।
অনুষ্ঠানটি আয়োজনে ও সার্বিক পরিচালনায় এবং সঞ্চালনায় ছিলেন, ফ্রেন্ডস ক্লাবের এম, এ, জাহাঙ্গীর আলম জনি।
Leave a Reply