উদ্বাস্তুদের কান্না
এমনি করে স্বপ্ন দেখেই একদিন শেষ হয়
জীবনের যবনিকা…স্বপ্ন ঘরে ফেরে কফিনে মোড়া..
*উদ্বান্তু*- এক
এই দেশ ওই দেশ
উদ্বাস্তুদের কোনো
দেশ নেই
তবে গোলাভরা স্বপ্ন আছে
স্বপ্ন আসে স্বপ্ন যায়
অবশেষে আকাশে মিলায়ে
স্বপ্নভঙ্গে জেগে উঠে মন
নতুন করে স্বপ্ন জন্মায়
এই ভাবে শুরু ও শেষ
উদ্বান্তু জীবন…
*উদ্বাস্তু*- দুই
যুদ্ধ সংগ্রাম হবে শেষ
জীবনের সাথে হবে ইতি..
কফিনে বাক্স বন্দী হয়ে ফিরবে..
হবে তার যবনিকা..
এ যেন উদ্বাস্তুদের নিরব কান্না..
ঘরে ফিরা হয় না তার..
ঘরে ফিরে একদিন সে
কাফনে মোড়া..
এইভাবেই শেষ উদ্বাস্তু জীবন..
Leave a Reply