স্টাফ রিপোর্টার,
আজ বিকেল ৫টায় দাড়িয়াপুরে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন গাইবান্ধা জেলা শাখার আয়োজনে দাড়িয়াপুরের বিভিন্ন মোড়ে পথসভা ও লিফলেটিং কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন গাইবান্ধা জেলা পাঠচক্র ফোরামের সদস্য জাহিদুল ইসলাম,সদস্য সবুজ মিয়া,সদস্য শামীম আরা মিনা ও বিপ্লবী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য ও গাইবান্ধা জেলা সংগঠক ছাত্র নেতা রুদ্রনীল।
বক্তারা বলেন, ২৪ এর গণ অভ্যুত্থানে ছাত্র কৃষক জনতার ক্ষোভের মুখে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যায়। হাসিনার ফ্যাসিবাদী শাসনের অবসান হলেও ফ্যাসিবাদী সিস্টেমের পরিবর্তন হয়নি। এক বছর পাড় হলেও আমরা উদ্বেগ প্রকাশ করছি আজও খুন,গুম,ধর্ষণ চাঁদাবাজি চলছে। শ্রমিক নিপিড়ন এখনো অব্যহত। কৃষকরা ন্যাহ্যমূল্য পাচ্ছে না। গাজিপুরে সাংবাদিক পিটিয়ে হত্যা করা হয়। যা জুলাই আকাঙ্খার ঘোর পরিপন্থী।
বক্তারা আরও বলেন, শুধু ব্যক্তি পরিবর্তন মাধ্যমে ফ্যাসিবাদী শাসন উৎখাত করা সম্ভব নয়। পুরো সিস্টেম পরিবর্তনের মাধ্যমে বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মান সম্ভব। এর জন্য প্রয়োজন একটি সমাজতান্ত্রিক বিপ্লব। যার মাধ্যমে সর্বস্তরের অধিকার আদায় করা সম্ভব। সকলকে সমাজতান্ত্রিক বিপ্লবের অংশ নেয়ার আহবান জানান বক্তারা।
Leave a Reply