ঘুম-স্বপ্ন-কবিতা
অপূর্ব তুমি ঘুমাও কখন?
বিথীকা, আমি ঘুমাই না
আমার দু’চোখে ঘুম আসে না
আমি পৌরাণিক এক জীব।
ঘুমেও আমি শুধু স্বপ্ন দেখি,
এই যে এই কবিতাটি লিখছি;
এখন অন্ধকার ভোর রাত,
কাল সারাদিনের ক্লান্ত শরীর
নিয়ে বিছানায় শুয়েও ঘুমাইনি
স্বপ্নে দেখেছি একটি কবিতার
পান্ডুলিপি। চোখের পাতায় যে
আঁচড় কেটেছে সারাটি রাতভর।
বিথীকা, আমি ঘুমাতে গেলেও ঘুমাতে পারি না
স্বপ্ন দেখি সুনীলের একটি কবিতার শব্দের মতো
আমিও আমার প্রেম সারারাত বিদ্ধ করে তোমার
ঘুমন্ত দুচোখ, চোখের পাপড়ি আর কপালের রেখা।
নতুবা পূর্ণেন্দুর মতো পরজম্মে
অন্ধকার হতে চাই
অন্ধকার হয়ে তোমার ঘরে ঘাপটি দিয়ে
বসে থাকি।
চাই অন্ধকারের সেই স্বাধীনতা
যে স্বাধীনতায় সে
তোমার সারা ঘর সারা বিছানা
সারা দেহ নির্মল
একদৃষ্টিতে অবাক হয়ে শুধু দেখে
আর দেখে যায়।
নাসির চৌধুরীর কাব্যসমগ্র পৃষ্ঠা ৪৮০
The Video taken Today 13:44 am Sunday 19 October 2025.
https://shorturl.fm/7R2CZ
https://shorturl.fm/bdk0x