নিঃশ্বাস
সারা দিন তোমায় ভেবে ভেবে হই আমি উদাস,
তুমি ভুল বুজনা প্রিয়া আমায়
তোমাতেই বারো মাস।
আমি তোমার সারাদিনের ক্লান্তিহীন নিশ্বাস।।
তুমি সাতলার বিলের লাল শাপলার ফুল
তুমি আমার ভুলে যাওয়া ভুল
তুমি হিমছড়ির ঝর্ণাধারা
তুমি আমার দক্ষিনা বাতাস।
আমি তোমার সারাদিনের ক্লান্তিহীন নিশ্বাস।।
তুমি মোর শীতের দিনের কাথা
বৃষ্টির দিনের ছাতা,
হৃদয়পটে সারাক্ষণ রাখি,
তোমাতেই আমার সর্বনাশ দেখি,
তুমি আষাঢ়ের পুকুরে বুনো হাঁস।
আমি তোমার সারাদিনের ক্লান্তিহীন নিশ্বাস।।
Leave a Reply