এ বৃষ্টির রাত অনেক দীর্ঘ হোক—
আমি চেয়েছি শুধু—
তোমার চোখে এক ফোঁটা ঘুম হোক আমার ঘর,
ঝরে পড়ুক বিনা দোষের অন্তর্লিখিত পঙ্ক্তিমালা।
জল ডোবা শহরে
দীর্ঘ হোক কবিতার খাতায় আবেগের চিঠি।
এ বৃষ্টির রাত অনেক দীর্ঘ হোক—
এই অন্ধকারে, বিদ্যুৎহীন শহরে,
আমি তোমার চোখের মতো দুটি তারা খুঁজি
যারা আমায় দেখেছিল একবার, শেষবারের মতো!
এ বৃষ্টির রাত অনেক দীর্ঘ হোক—
তুমি না থাকলে অন্তত এই বৃষ্টি তো থাকে,
এই জানালায়, এই পত্রপটে,
যেখানে একদিন তোমার নামে লেখা হয়েছিল
একটি কবিতা—
তুমি বলেছিলে, “খুব সাধারণ,
তবু ভালো লেগেছে।”
আমি আজও সেই সাধারণ কবিতায় বাস করি।
ভিজে যাই, বারান্দার কোণে দাঁড়িয়ে—
তোমার চিঠির মতোন করে
ভাঁজ করে রাখি বাতাস,
যেন হঠাৎ তুমি ফিরে এসে বলতে পারো,
“তুমি বদলায়নি একটুও!”
বৃষ্টির রাত কখনো শুধু ভিজে না,
ওটা ভিজিয়ে দেয় স্মৃতি, দেয়াল, কবিতার খাতা—
আর সেই পাতার ফাঁকে তুমি!
তুমি, যে আমার পৃথিবীর সবচেয়ে নির্ভুল ভুল।
এ বৃষ্টির রাত অনেক দীর্ঘ হোক—
তোমার হাত ধরে হেঁটে যাবো
এই নরম ভেজা রাস্তায়,
যেখানে শব্দ হয় না,
শুধু হৃদয় ধ্বনি করে—
“ভালোবাসি… ভালোবাসি…”।
https://shorturl.fm/AFpMO