মনে কি পড়ে নবান্নের এইদিনে?
পূরবী, তোমার কি মনে পড়ে
গত সনে এই দিনে ঠিক এইক্ষণে,
কনকনে শীতের বিষন্ন সন্ধ্যারাতে
অঝোর ধারায় ঝরেছিল কিছু
বেদনার দানা শোণিত প্রবাহে
বাম কবজের তৃতীয় ও চতুর্থ
ধমনির সংযোগ সমারোহে?
তুমিতো দেখনি তার স্রোতধারা
দেখিবে বা কেমনে দেওয়ালির রাতে
আরতির ধূপে বিমগ্ন কৃষ্ণ যৌবনে?
মনে পড়ে তর্জনীর অগ্রভাগে কিছু
তার নিয়ে এঁকেছিলাম আলপনা
ঘুমন্ত বাদামি চোখে কুসুম্ভরাগে
জানি তুমি বলিবে ‘এসব মনে করিতে
চাহি না আর এই অগ্রহায়ণের রাতে
আমি আছি এখন কৃচছ সাধনে-‘
এমনি তো বলেছিলে এক গ্রীস্মের দুপুরে।
যদিও কোন এক শ্রাবণের পড়ন্ত বিকেলে
ঝরঝর বরষার বরিষণে মৃদু-মন্থর হাসি হেসে
এও বলেছিলে ‘কি বল তুমি এইসব-
ভুলিব কেমনে – তুমি আছ বুক জুড়ে-
একান্ত মদির-বিরহে দিনরাত দেখি শুধু তোমারে
তুমি ছাড়া আছে কি আমার কর্মব্যকুল সংসারে?’
পূরবী, কি রুপে দেখিব তোমারে?
তাহাদের ভিড়ে তাহার সাথে রাতের বাসরে
তোমারে দেখিতে ভালো কি লাগে আর!
বিপন্ন হেমন্তের কামালি সোহাগের মর্দনে
কৃষ্ণমুখী জাহ্নবী সেজে নর্তকীর বেশে
কারুময়ী জামদানি বসনে বিবর্ণ অধরে আঁধারে
রচনা করে চল অভিন্ন ধারার ক্ষয়িষ্ণু আদিমতা।
বিষাদের মায়াদয়া – সে কি আর দেখিব-
মরালীর গৃহে নবান্নের এই শুকনো অগ্রহায়নে!
তবুও ভাবিছ কেন তাহারে নতুনের ঠোঁটে ঠোঁট রেখে
এসবে নিতান্ত অবহেলা আর অরুচি আমার জন্মগত
তবুও রৌদ্রদিনের রুগ্ন অবেলায় – তোমারে
দেখেছি আবারও নিলামের বাজারে – তাহারে
তাহার সাথে তোমারে চন্দ্রভূক নিশীথে –
স্খলিত ভূষণে কামনার ভারে দেহে কি মনে।
তুমি কি জানো তোমার আদলের যথেচ্ছ ব্যবহারে
কি আছে কামারের গনগনে চুলার রক্তিম অধরে?
কীভাবে জানিব আমি পূরবী – অশনির সাথে রমণীর
কি সব লেনাদেনা দিগন্তের ওপারে হেমন্তের নগ্নমাঠে?
সে আমি জানিব কীভাবে – আমি তো আছি পড়ে
মসনবী রুমীর পান্থশালায় সুরা হাতে প্রেম বুকে
বিপ্রতীপ অন্ধকারে ঘোষালী বাবুর আঙিনায় বসে
নিতান্ত আলসে সময় কাটায় শূন্যতার বিছানায়।
ভাবিতে বড় ইচ্ছে করে এখনো কি সেই একি ধাঁচে নাচ?
দেহের কোন ঢঙে কোন মুদ্রা রচনা কর কীভাবে
বন্য আবেগে? যেমনটি দেখেছিলাম সে ফাল্গুনের রাতে
ক্লান্তিহীন ভোর অবধি বিনম্র আদরের ললিত আসরে!
নাকি সেও ছিল কোন এক শিল্পবিহীন কামিত রং
সীমাহীন রসনায় রচনা কর দিনরাত মৃদঙ্গ তালে?
তবে জানিবে তুমি এই দিনে – একবিন্দু শোণিতও
দিব না যেতে বিফলে পাণ্ডুর বেদনায় বিপন্ন শশিকরে।
নাসির চৌধুরীর কাব্যসমগ্র পৃষ্ঠা – ৫০৫ – ৫০৬
The Video taken Today 13:50 am Sunday 19 October 2025.
Leave a Reply