কুমিল্লা প্রতিনিধি
মাহমুদুল হাসান
সেইভ আর্থ সোসাইটি কর্তৃক কুমিল্লা বরুড়া উপজেলার হাজী নওয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হয় ফ্রি মেডিকেল ক্যাম্প। আজ শনিবার (১৮) সকালে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পটিতে সহযোগিতা করেন মডেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টার। দিনব্যাপী এ ক্যাম্পে প্রায় ৫০০ জন রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
ক্যাম্পে উপস্থিত ছিলেন মডেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আতিকুর রহমান ও মাহমুদুল হাসান। এছাড়াও রক্তচাপ, ডায়াবেটিস, প্রেসার ও ব্লাডগ্রুপিং করা হয়।
সেইভ আর্থ সোসাইটির নির্বাহী পরিচালক মাহমুদুল হাসান জানান, “আমাদের সংগঠন শুধু পরিবেশ নয়, মানুষের স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নের জন্যও কাজ করে। ‘সেবা নিন, রোগ মুক্তিতে এগিয়ে থাকুন ’ স্লোগান নিয়ে আমরা চাই প্রতিটি মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে যাক।
সেইভ আর্থ সোসাইটি কুমিল্লা অঞ্চলের বিভিন্ন উপজেলা ও গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করছে। ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত রুবিনা বেগম (৩৫) জানান,
“আমরা গ্রামের মানুষ, চিকিৎসা নিতে শহরে যাওয়া অনেক কঠিন। আজ এই ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে খুব উপকার হয়েছে।”
ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে চিকিৎসা সেবা প্রাপ্তির মৌলিক চাহিদা পূরণ হচ্ছে। ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত আবদুল করিম (৫০) জানান,
“ডাক্তাররা খুব মনোযোগ দিয়ে আমাদের কথা শুনেছেন। রক্তচাপ ও সুগার টেস্ট করিয়েছি বিনামূল্যে, যা সাধারণত ক্লিনিকে অনেক খরচ হয়।
দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্থানীয় জনগণ স্বাস্থ্য সচেতনতা ও চিকিৎসা সেবার বিষয়ে নতুন অভিজ্ঞতা অর্জন করে। সামাজিক কল্যাণ ও মানবতার সেবায় সেইভ আর্থ সোসাইটির এই উদ্যোগ এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।
Leave a Reply