রং পিপাসা
ভীষণ রঙিন সাজে আজ সবুজ স্বদেশ।
একটু একটু করে রং ঢালে বসন্ত পাতায়
বুকে তাঁদের অশান্ত উড়ে যাবার ভয়।
আকাশের নীলাভ কোমলতা
অদ্ভূত দৃষ্টিতে তাকিয়ে থাকে
বাতাসে খসে যাওয়া রঙিন পাতার দিকে।
অকারণে বরফ ভাঙা জলে হাত ডুবিয়ে
খোঁজে এখন শীতলতা কেমন আছে।
একটু একটু করে ঝরে পড়ছে পাতা
অতঃপর গাছ-পাতার অসীম দূরত্ব।
একসময় ধীরে ধীরে হাত বেয়ে
রং উঠে আসে শিরায়, উপশিরায়, মস্তিষ্কে।
জট বাঁধা উসখুস চুলগুলোতে।
রং উঠে আসে চোখে, ঠোঁটে, চিবুকে,।
অদ্ভূত আলো ঘ্রাণ নিয়ে রঙিন বালিশে
মুখ লুকিয়ে ক্ষমতা পাল্টায় চোরাকাটার ভয়ে।
অদৃশ্যমান বাতাস সারাক্ষণ তাড়িয়ে বেড়ায়
শুকনো পাতাদের।
রঙের তৃষ্ণায়-
আজ রংধনু পাতার শেষ নিঃশ্বাস।
যে পাতার প্রাণশক্তিতে গাছ বাঁচে।
নিউইয়র্ক
Leave a Reply