কুমিল্লা বনবিভাগ যেন স্বেচ্ছাচকরিতার নামান্তর! সুসংঘবদ্ধ কাঠামোহীন ভাবে চলছে তাদের পথচলা! অবকাভামো উন্নয়নের নামে চলছে কোটি টাকার কারচুপি! গাছ লাগানোর বিভিন্ন ক্যাম্পেইন পরিচালনা করা হলেও তা কতটা সফল তা নিয়ে রয়েছে প্রশ্ন!
একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য ২৫ শতাংশ বনভূমি প্রয়োজন থাকলেও বর্তমানে বাংলাদেশে বনভূমি রয়েছে ১৬ শতাংশ। আবহাওয়া অফিসের কর্মকর্তার কাছে প্রাকৃতিক দূর্যোগের কারণে কি গাছকম থাকা দায়ী জানতে চাইলে তিনি বলেন, ‘বর্তমানে অপরিকল্পিত ভাবে বাসা বাড়ি স্থাপন ও অধিক মুনাফার লোভে গাছপালা কেটে বনভূমি বানানো একটি আর্দশহীন রাষ্টের নামান্তর! যা প্রাকৃতিক দূর্যোগে কারণ রূপে পরিগণক।’
এ বিষয়ে কুমিল্লা সামাজিক বনবিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ‘অধিক জনসংখ্যা বৃদ্ধির ফলে গাছপালা রোপণের জায়গা হচ্ছে বাড়ি! আমরা সচেতনতা করলেও জনগণ বলছে তাদের স্থান, আমাদের নয়।আমরা চেষ্টা করছি মানুষকে গাছ লাগাতে উজ্জীবিত করতে।’
Leave a Reply