সন্ধ্যা হয়ে এল-
কেমন করে সন্ধ্যা হয়ে এল টের পেলাম না,
জীবনের সন্ধ্যা ,
আমার পৃথিবীর সন্ধ্যা ,
আজ নিভু নিভু ফিকে আলোয়
অনুভব করছি আমার জীবনের সায়ান্য ।
মনে পড়ে ফেলে আসা জীবনটা-
সেই ছেলেবেলার স্বর্নালী
সুর্যের আলো, উচ্ছল আনন্দে
কেটেছে সাতরঙের রংগিন দিনগুলো,
যৌবন কেটেছে ইন্দ্রের অনুভব
ভরা উথাল পাতাল ঢেউয়ের সাগরে,
পাওয়া না পাওয়ার আর
রিদয় দেয়া নেয়ার ছেলে খেলায়।
জীবনটা টের পাবার আগেই
কেমন করে পিছলে গেল জীবন থেকে।
গতির আবরতে ঘুরপাক খাওয়া,
মরিচিকা ধরার মানসে ছুটে চলা,
কি এক উন্মাদনা দিয়ে জীবনকে
মাতিয়ে রাখা , পাওয়া না পাওয়ার
উসন সুখ আর আবেগ ভরা
জীবনের স্রোতের টান
কেমন করে ছিনিয়ে নিল আমার
এ জীবন টাকে আমা থেকে দুরে বহু দুরে-
টেনে নিল একরাশ আচ্ছন্ন নিরবতায়।
পরাজিত সৈনিক আমি
আজ জীবনের কাছে হেরে গেছি,
দু হাত ভরা শুন্যতা নিয়ে বসে আছি,
বসে আছি সন্ধ্যা প্রদীপ জেলে
নিভু নিভু প্রদীপ হাতে নিয়ে
এক অন্ধকার আলোর অপেকখায়
মিলিয়ে যেতে অসীমের বুকে।
——————————————
সান ডিয়েগো, ক্যালিফোর্নিয়া
নভেম্বর ২৫, ২০২৩
Leave a Reply