আমি অপার হয়ে বসে আছি
তুমি ফিরে এসো মায়াবতী
ফিরে এসো এই শহরে।
তুমিহীনা এই শহর ধু ধু মাঠ
চারিদিকে শুধুই মরা বাদামি ঘাস।
ক্লান্ত স্বপ্নরা শুয়ে আছে রাস্তায়
স্বপ্নরা চুর্ন হচ্ছে হামানদিস্তায়।
নভেম্বরের বৃষ্টি করছে সব চুরমার
হাড়ের ভিতর এখন কাপনের হাহাকার।
তুমিহীনা কবিতা শুধু ভুলে ভরা ছন্দ
ঝড়ছে শীতের বৃষ্টি, নেই কোথাও আনন্দ।
লেখাঃ ফয়েজ ভূঁইয়া
শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩
Leave a Reply