“সৈনিকের না বলা কষ্ট “
মোহাম্মদ আলী আসসাকী
একজন সৈনিকের না বলা কষ্ট যদি আমি বলি
তোমার হৃদয়ের আঙিনা হবে ক্ষতবিক্ষত
অশ্রুসিক্ত নয়নে ঝরবে শ্রাবণধারা
হৃদপিণ্ডে হবে রক্তক্ষরণ
নির্বাক হবে তোমার অন্তরাত্মা
ভাষা হারিয়ে কাঁদবে তুমি অন্তরালে।
কতো ত্যাগ কতো বিরহ কতো যে না পাওয়ার বেদনা
বুকের গহীনে ধারণ করে দেশ মাতৃকার সেবায় ব্রতো
নিজেকে সমর্পণ করার উদগ্র বাসনা
বহিঃশত্রুর আক্রমণ থেকে মাতৃভূমি রক্ষার দৃঢ়প্রতিজ্ঞা
দেশের হয়ে বিদেশের মাটিতে আত্মবিসর্জন
বিনিময়ে কতো উপহাস কতো লাঞ্ছনা কতো বঞ্চনার ইতিহাস
দেশ ও মানবতার কল্যাণে অবিরাম ছুটে চলা
একজন সৈনিক একটি বাহিনী একটি স্বাধীন দেশ
বাংলাদেশ সেনা বাহিনী।
সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে
এই মূলমন্ত্র হৃদয়ে ধারণ করে সৈনিকের পথচলা
নিজেদের আনন্দ বিসর্জন দিয়ে দেশ ও জনগনের নিরাপত্তা বিধান
রাষ্ট্রের নিরাপত্তা বিধান কল্পে সদা প্রস্তুত সদা জাগ্রত
পার্বত্য চট্টগ্রামের অখন্ডতা রক্ষায় সদা যুদ্ধংদেহী
পরিবার পরিজন রেখে দেশে থেকেও সুদূর প্রবাসী
শুধুমাত্র দেশ ও দেশের মানুষকে ভালোবেসে।
যারা শান্তি শৃঙ্খলা দেশের অখন্ডতা ও নিরাপত্তায় বিশ্বাসী
তারা বাংলাদেশ সেনা বাহিনীর নিবেদিত প্রাণ।
আজকে লিখে যেতে চাই সেইসব নির্বাক প্রাণীদের কথা
যারা হাজারো কষ্ট যন্ত্রণা লাঞ্চনা বঞ্চনা নিরবে সয়ে যায়
যারা অন্য সবার মত চিৎকার করে না
যারা সন্তানের আব্বু ডাকে সারা দেয়ার চাইতে দেশকে রাখে অগ্রগণ্য
যারা প্রিয়তমার প্রেমের চাইতে স্বদেশপ্রেম রাখে হৃদয়ের গহীনে
যারা হাহুতাশে জলাঞ্জলি দেয় না নিজেদের দায়িত্ববোধ
যারা দেশের নিরাপত্তায় বুলেটের সামনে চেতিয়ে দাড়ায় বুক
যারা সন্ত্রাস প্রতিরোধে রাখেন জীবন বাজি
যারা স্বদেশের কাজে ত্যাগ স্বীকারের করেছে অঙ্গিকার
যারা মনুষ্যত্বের শিক্ষা প্রশিক্ষণে করেছে গ্রহণ
যারা পাঠ করেছে শপথের বাণী “দিয়ে দেবো প্রাণ রাখতে দেশের মান”
যারা অক্ষরে অক্ষরে শপথ বাক্য বুকে করে লালন পালন
তারা সৈনিক বাংলার অহংকার বাংলাদেশ সেনা বাহিনী।
ওরা মানুষ ওদের আছে বেঁচে থাকার অধিকার
ওদের আছে স্ত্রী সন্তান নিয়ে বসবাসের অধিকার
ওদের আছে সম্মান নিয়ে চলাফেরার অধিকার
ওদের আছে হৃদয়ের গহীনে সন্তানের প্রতি স্নেহের বাসনা
ওদের আছে মনের অন্তরালে প্রিয়তমার প্রতি ভালোবাসার অনুরাগ
ওদের আছে মনের আকাশে মাতাপিতার প্রতি অগাধ শ্রদ্ধা
ওদের আছে সুপ্ত মনে সমাজের প্রতি দায়বদ্ধতা
ওরা কোনো ভিনগ্রহের প্রাণী নয়
ওরা কোন ভিনদেশের মানুষ নয়
ওরা কোন ভিন্ন সংস্কৃতির লোক নয়
ওরা আমার দেশের মাটি ও মানুষের স্বাধিকার
ওরা আমাদের ভাই আমাদের ছেলে আমাদের আপনজন
ওরা আমার দেশের সূর্য সন্তান
তবে কেনো ওদেরকে আপন ভাবতে পারি না?
এই মহান পেশায় নিবেদিত প্রাণ বাংলাদেশের সেনা
আসুন আমরা তাদের আপন করে বুকে নেই টেনে
করি সম্মান করি শ্রদ্ধা এবং দেই বুক ভরা ভালোবাসা।
Leave a Reply