কেউ কেউ কবি
-সাইদুজ্জামান
অনেক নারী আমি দেখেছি যেভাবে দেখে তাদের
উপর থেকে উঁচু সি-এন টাওয়ারটি – চাঁদের ।
আলোয় দেখে লেকের জলে পা ধোয় সাদা রমণী,
কার কথা সে যে মনে করে রাঙা হয় এ রজনী!
যুবতী এক, একলা হাসে, কাহার কথা ভাবে?
কিশোরী গান ধরে একাই, আমার সাথে যাবে?
অনেক নারী আমি দেখেছি যেভাবে তাদের দেখে
বাগানে ফুল, আকাশে পাখি, যেভাবে কবি লেখে
কাব্যে আমি, ঠিক সেভাবে, আঁকি তাদের ছবি
একলা ঘরে, পার্কে বসে, আমিতো নই কবি।
ফুলের কাছে পাখির কাছে কবির কাছে ঋণী,
চেনাও কিছু, অচেনা সব, একটু দাও চিনি।
টরন্টো, জুলাই ২৭, ২০২৩
Leave a Reply