“নগ্ন রূপ”
মোহাম্মদ আলী আসসাকী
বলবো কি’বা সমাজ কথন
বলতে গেলে লজ্জা পাই,
নগ্ন রূপি রাষ্ট্র সমাজ
ব্যভিচারে জুরি নাই।
চ্যাংড়া স্বভাব নোংরা চরিত
অমানবিক কর্ম কাজ,
ছদ্মবেশে মন আবেশে
পড়ছে শিরে সাধুর তাজ।
মুখে সদা মিষ্টি কথা
শয়তানি যে অন্তরে,
সুযোগ পেলেই বিড়াল সেজে
আখের গোছায় মন্থরে।
দালানকোঠা অট্টালিকার
মালিকানায় চোরের দল,
শিক্ষার আলোয় মুর্খ যারা
সমাজপতির বাহুর বল।
নারী ধর্ষণ খুনখারাবি
নিত্যকারের নেশায় বোধ,
লুণ্ঠিত ধন সুদ ঘুষে মন
চোর ডাকাতি পেশায় খোদ।
বিবেকহীনা স্বার্থবাদী
বিচারশক্তি যাদের নাই,
ন্যায্য বিচার আকাশকুসুম
বিচারকে তাদের ঠাঁই।
মজলুম কাঁদে দ্বারে দ্বারে
জালিম ঘুরে বুক চেতায়,
শয়তান হাসে অট্টহাসি
বিচারকে কেস জেতায়।
সত্যপথে বাঁধার পাহাড়
কণ্টক কীর্ণ ন্যায়ের পথ,
টাকার জোরে স্রষ্টা ভুলে
অন্যায় পথে চালায় রথ।
এটাই চিত্র সমাজের আজ
ছন্নছাড়া নগ্ন রূপ,
দুষ্টলোকে খ্যাতির নায়ক
দমন-পীড়ন শিষ্ট চুপ।
Leave a Reply