বংশধর
——————
ভেঙে আঁধার ভোর কে যায় মাঠে
লাঙলের শানিত ফলায় চিরে
তৃষিত মাটির বুক!
ফসলের রঙে রাঙিয়ে দেহ
হাওয়ার সুরে ভাসায় কন্ঠস্বর
কে সে? আমি তারই বংশধর !
কে যায় হাটের অন্তিমে ফিরে
ত্রস্ততায় নাচিয়ে হাতের খলুই
ঘুমায় শীতল নিবাসে তার
আপন মানবীকে নিয়ে
কান্তির যামে জড়িয়ে পরস্পর
কে সে? আমি তারই বংশধর !
সুঠাম দেহাতি দীঘল শরীর
রোদ-পোড়া তামাটে দেহ
দিগন্তের পারে দৃষ্টি ছুড়ে কয়
আয় অনাগত, জ্বেলে দেই বাতি।
মাটির গন্ধ নিয়ে মাংসে রক্তে
আমি তারই জ্ঞাতি,
বংশধর, এক ভিন্ন প্রজাতি।
মাহবুব মোর্শেদ আনোয়ার
৩০শে অক্টোবর, ২০২৪ খ্রি.
আটলান্টা, জর্জিয়া
Leave a Reply