জয় বাংলা , জয় বঙ্গবন্ধু
বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কময় দিন রক্তাক্ত ভয়াল-বিভীষিকাময় ২১শে আগস্ট। মৃত্যু-হত্যাযজ্ঞ-রক্তস্রোতের বর্বরোচিত নারকীয় গ্রেনেড হামলার ১৯তম বার্ষিকী… জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সুযোগ্য কন্যা বাংলাদেশের মানুষের একমাত্র বিশ্বাসের ঠিকানা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে রক্তাক্ত ২১ শে আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত নারী নেত্রী আইভি রহমান, সহ সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানাতে আজকে চুয়াডাঙ্গা সদরে ও আলমডাঙ্গা উপজেলায় শোক র্যালী, বিশেষ মোনাজাত ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকল কার্যক্রমে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রতি মানুষের অফুরন্ত ভালোবাসা । আমরা ২১ আগস্টের পুনরাবৃত্তি আর এই বাংলায় হতে দেবো না। তাই ঐক্যবদ্ধভাবে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আগামী নির্বাচনে আমাদের নৌকাকে বিজয়ী করতে হবে। সন্ত্রাস ও জংগীমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আমাদের কাজ করে যেতে হবে। এটাই হবে আমাদের ২১ আগস্টের শপথ ।
Leave a Reply