কবি নই শিল্পি নই
আমি গাঁয়ের চাষি
লাঙ্গল চালাই গরু চরাই
বাজাই বাঁশের বাঁশি।
সাঁঝের তারা জ্বালে প্রদীপ
আমার কুঁড়ে ঘরে
জোছনা রাতে চালের ফাঁকে
আলোর কণা ঝরে।
লড়াই, লড়াই, লড়াই চাই
লড়াই করে বাচিঁ
ঝড় বন্যার সাথে লড়ে
আজও টিকে আছি।
ভোটের বেলা সাহেব, বাবু
আসেন মোদের বাড়ি
ভোটের খেলা সাঙ্গ হলে
মোদের সাথে আঁড়ি।
Leave a Reply