প্রতীক্ষায় থেকো
মোহাম্মদ আবদুল হক
প্রতীক্ষায় থেকো
পাওয়ার সম্ভাবনা নেই
ধারণা ছিল ভুলের জন্য অনুতপ্ত করবে
অথচ বাস্তবতা হলো অন্তর আলোকিত নয়
তাই মনে হয় থাকবে নিরুত্তর |
বস্তুর পরিবর্তন হয়
পরিবর্তন হয় স্বয়ং পৃথিবী
পরিবর্তন হয় মানুষের মন
তার সাথে পরিচয় ছিল মুখ বইয়ের পাতায়
জন্মেছিল শিল্পসত্তার প্রতি নরম ভালোবাসা
লেখা হতো তাকে নিয়ে গভীর বিশ্বাসে
সুন্দর সাহস ছিল মানসিকতার
সদুত্তরের অপেক্ষায় ছিল এতদিন
চিরন্তন আশা ছিল কথা হবে পাশাপাশি বসে
দুজনা দুদেশ হতে
অথচ নিয়তির বিধান যায় কী খন্ডন ?
✍️সত্যদর্শী
তারিখ ০৪-০৬-২০২৩ খ্রিষ্টাব্দ
Leave a Reply