ক্ষমা!
জমির আলী তোমার জীবনের বিনিময়ে যে স্বাধীনতা ,
তাকি তোমার পোলার তিনবেলা মুরগির ঝোলে
হাত ডুবায়ে ভাত খাওয়ার জন্যই এনেছিলে ,
কথা কও?
নাকি মুক্ত স্বদেশে তার জন্মের ঋণ শোধ দিতে ।
ছমিরন বিবি তোমার হিজল ফুলের মতো রূপও
তোমার স্বামীর যুদ্ধে যাওয়া আটকাতে পারলনা!
হানাদার রাক্ষসও তোমায় খুবলে খেলো ,
এরপরও যদি তোমায় শুনতে হয় স্বাধীনতা আর ভাত সমার্থক !
ক্ষমা কী করবে তুমি ?
হরিবালা ,তোমার স্বামী,সংসার ,সম্ভ্রম সব গেলো ,
তোমার জন্মভূমিকে শৃঙ্খলমুক্ত করতে ।
শেষ শয্যাও পেতেছ এই মাটিতে ,
তুমি কী ক্ষমা করবে ,স্বাধীনতার বিনিময়ে ভাতের দাবীকে!
তোমরা রাজনীতি বোঝনি ,বুঝেছিলে প্রেম ,
প্রগাঢ় স্বদেশ প্রেম ,এই ভালোবাসা আর প্রেম
প্রশ্নবিদ্ধ করা ভুল নয় অপরাধ।
Leave a Reply