আমার বৌ বলে শখের দাম লাখ টাকা
আমি বলি লাখ টাকা হলে তো বেঁচেই যেতাম
শখ তার গহনা পড়া, যেতে হবে দুবাই বা সিংগাপুরে
ছোট কোন আবদার নাই, বাড়ী গাড়ী গহনা চাই
শখের দাম লাখ টাকা কোটি টাকাই মেলানো ভার।
এক ডাক্তার ভাই চিকিৎসায় চরম দক্ষতা তার
শখ তার কবিতা লেখা, স্থান নেই পাত্র নেই
রেস্টুরেন্ট কিবা বাসার আড্ডায় নয়তো
কোন গানের আসর – কবিতা তার পড়তেই হবে।
ভালো কি মন্দ লাগলো সেটা তার মুখ্য নয়
উনি বলে শখের দাম লাখ টাকা,
মেধা তার কোটি টাকা মেটায় যদি ডাক্তারি সেবাই।
ভাবী আমার মিস্টি মুখি, চাঁদের হাসিও হার মানে
এই হাসে এই রাগে কারন কিংবা আকারনে
শখ তার গান করা, ছোট্ট কিংবা বড় আসর
সুর কিংবা বেসুরো হলো, গান তার গাইতে হবে।
শখের দাম লাখ টাকা, আমরা বলি কোটি টাকা।
আমরা তার মুল শ্রোতা, করতালি আর নাঁচের তালে
জমিয়ে তুলি আসরটারে।
শখের দাম লাখ টাকা কোটিতে তা মেলানো ভার।
বোনটি আমার ড্রেসের পাগল, রঙিন তার দারুন লাগে
গলায় কিংবা নাকে কানে হরেক রকম গহনা পড়ে
ভালো কিংবা মন্দ হলো পড়তেই হবে নানান সাজে
ছবি তোলায় ভিষন পটু, সিড়িতে বা ফ্লোরে,
পার্ক কিবা রেস্টুরেন্টে হরেক রকম স্টাইলে ছবি তার তুলতেই হবে
এই কালো এই সাদা রঙিনে তাকে দারুন লাগে
হরেক রকম স্টাইলে কখনো আবার বাউল সাজে,
শখের দাম লাখ টাকা কোটিতে তার মেলানো ভার।
Leave a Reply