রূপকথা
মাহবুব শাহজালাল
দ্বিধার মোড়কে এলোমেলো ছায়ামন ,
কুয়াশার ভোরে ডেকে যায় দূরন্ত ফিনিক্স
উড়ে যায় মেঘের ডানায় প্রাণের স্পন্দনে।
সুরের তরঙ্গ ছুঁয়ে যায় স্বপ্নের বেলাভূমে
সুনসান নিরবতার মায়াজালে নিজেকে হারাই,
শুধু তুমি ছুঁয়ে যাও বলে।
ভালোবাসার আদূরে অভ্যর্থনায়
শালিকের নির্ভেজাল চঞ্চলতা,
হীমশীতল কুয়াশার শুভ্র চাদরে
স্মৃতির দিগন্তে খেলা করে রূপকথামালা।
খুলে যায় আনমনে আবেগী কপাট
আর আমাদের প্রেম সুদূরে হারায়।
বিস্মৃত আমেজের খেলাঘরে নিরব আয়োজন,
ইথারের বার্তায় ভেসে যায় শালিকের কানাকানি,
সৃষ্টির আনন্দে চলে উৎসব হরদম,
সুশোভিত নগরের মোহময় স্নিগ্ধতায়।
আলো এসে ছায়া দেয় মায়াবী কাননে
রূপের আবরণে আজ তবে কথা হোক স্বপ্নীল ভূবনে।
Leave a Reply