কাঠুরে ও কাঠঠোকরা / হাসান মাসুম
কাঠুরে কিম্বা কাঠঠোকরা
কাজ তো কাঠ কাটা
একজন কাটে কুড়োলে
আরেকজন কাটে চঞ্চুতে,
ধারালো আঘাতে কাটা
নয়ত কাটা ওষ্ঠ-অধরে নিবিড় চুম্বনে
সেওতো কাটাকুটিরই একান্ত খেলা-
কেটে টুকরো টুকরো করে
বৃক্ষের অঙ্গহানি
চুম্বন দহনে ছাই হওয়া
হৃদয়ের সকরুণ গোঙানী।
টুকরো কাঠ অঙ্গার হয়ে
জ্বালানী আগুনদানীতে
হৃদয় জ্বলে ছাই
প্রত্যাখানের উত্তপ্ত অনলে
ফেলে আসা ছাইদানীতে।
পাখি হলে কাঠঠোকরা
মানব হলে কাঠুরে,
এগিয়ে দেওয়া জ্বলন্ত উনুনে
পলে পলে দহনে
নীল শিখার গহনে
কে দেয় দু:খ সুখের বখরা
কাঠুরে না কাঠঠোকরা!
১০/৬/২০২৩
লেসথো, আফ্রিকা
Leave a Reply