খুব কাছ থেকে দেখা”” আনোয়ার হোসেন মঞ্জু “”
তাপস মজুমদার (দাদা ভাই)।
পর্ব —-১ (এরশাদ সরকারে যোগদান)
১৯৮৫ সালের প্রথমদিকে প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ আকস্মিক ” দৈনিক ইত্তেফাক পত্রিকা অফিস পরিদর্শনে আসলে মঞ্জু সাহেবের বড়ো ভাই ব্যারিষ্টার মাঈনুল হোসেন সাহেব এরশাদ সাহেবের সাথে দেখা করতে অপারগতা প্রকাশ করেন, অগত্যা প্রেসিডেন্ট আনোয়ার হোসেন মঞ্জু সাহেবের কক্ষে যান, দেশের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তির আগমন কে উপেক্ষা না করে উনি সম্মানের সহিত প্রেসিডেন্ট কে গ্রহণ করেন এবং দেশের সার্বিক প্রেক্ষাপট নিয়ে আলোচনার এক পর্যায়ে এরশাদ সাহেব মঞ্জু সাহেব কে তার সরকারের মন্ত্রীত্ব গ্রহণ করতে প্রস্তাব দিয়ে বলেন যে,আমি দেশের অবকাঠামো উন্নয়নে কাজ করতে চাই, আপনিও আপনার এলাকার জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করতে পারেন। মঞ্জু সাহেব অপ্রস্তুত হয়ে গেলেন, তবে এরশাদ সাহেবের সহজসরল আচরণে মঞ্জু সাহেব মুগ্ধ হলেন এবং বললেন আমি এলাকার লোকজনের সাথে আলোচনা করে আপনাকে জানাবো। এরপর মঞ্জু সাহেব ভান্ডারিয়ায় এসে ডাকবাংলোর সামনে এক সুধী সমাবেশে ভান্ডারিয়ার উন্নয়নে দলমত নির্বিশেষে অকুণ্ঠ সমর্থন চাইলেন এবং ভান্ডারিয়া কে রাজনীতির উর্ধ্বে রাখার প্রতিশ্রুতি দিলেন। তার বক্তব্যে আপামর জনসাধারণ করতালি দিয়ে স্বাগত জানালেন, তারপর মন্ত্রীত্ব গ্রহণ করে শুরু হলো দক্ষিণ অঞ্চল উন্নয়নে আনোয়ার হোসেন মঞ্জুর পথচলা। ভান্ডারিয়ায় তখন কোনো পিচঢালা রাস্তা ছিলোনা, মসজিদ মন্দির স্কুল কলেজ ও মাদ্রাসার অবকাঠামো ছিলো খুবই নাজুক। সরকারি তহবিল অপর্যাপ্ততায় মঞ্জু সাহেব নিজ তহবিল থেকে ভান্ডারিয়া ও কাউখালীর উন্নয়নে সামিল হলেন। একের পর এক অবকাঠামো নির্মাণ এবং দুস্থ মানুষের সাহায্যে হাত বাড়িয়ে জনগণের আস্থা অর্জনে সমর্থ হলেন, তারপর উপজেলার হাটবাজারের সমূদয় খাজনা নিজ তহবিল থেকে পরিশোধ করায় আনোয়ার হোসেন মঞ্জু ভান্ডারিয়ার কান্ডারী হিসাবে নিজেকে প্রমানিত করলেন এবং জনগণের হৃদয়ে স্থান করে নিলেন। ভান্ডারিয়া বাসি মঞ্জু কে দলমত নির্বিশেষে বারবার সংসদ সদস্য হিসেবে মহান সংসদে প্রতিনিধিত্ব করতে সুযোগ করে দিলেন। মঞ্জু সাহেবও নিজ এলাকার জনগণের ভাগ্য উন্নয়নে স্কুল কলেজ সরকারি করন, মসজিদ মন্দির মাদ্রাসা এবং রাস্তাঘাট উন্নয়নে নিরলসভাবে কাজ করতে লাগলেন। উন্নয়ন চলমান মুহূর্তে ১৯৮৮ সাল থেকে দেশের রাজনীতির আকাশে কালো মেঘের আনাগোনা,জননেত্রী শেখ হাসিনা এবং খালেদা জিয়ার নেতৃত্বে গণআন্দোলন এবং ছাত্র আন্দোলনে ঢাকার উত্তাল রাজপথে এরশাদ সরকারের পতনের আওয়াজ ——-
চলবে —-পর্ব ২
Leave a Reply