কিছু পথ
“”””””””””””””””””””””””””””
কিছু পথ বন্দী’র খাঁচায়,
কিছু পথ ভীষণ নদী বয়ে যেতে চায়,
কিছু পথ যদিও অযথা
না-হেঁটেও হাঁটা হয়ে যায়।
কিছু পথ হেঁটেছি ফুলে,
কিছু পথ ভালোবেসে রেখেছি তুলে;
কিছু পথ রঙিন হোক
আমাদের ফেলে আসা ভুলে।
কিছু পথ বসন্ত ব্যাকুল,
কিছু পথ অভিমানী মেঘ-ডাকা ফুল,
কিছু পথ অগোছালো
তুমি আমি হারানো দু’কূল।
Leave a Reply