. দহন জ্বালা
এম এ জহির খান কিব্রিয়া
চোখের পানি চোখে শুকায়
দারুণ দহন জ্বালায়।
শুকনো হাসি জলে মাখা
বুকের জমিন ভিটায়।
দহনের রোদে আলোকিত দেহ
রুদ্র মাখা হাসি।
ভালোবাসিতে হাসিতে হাসিতে
পড়বে গলায় ফাঁসি।
উচলা নদী ঢেউয়ে পরে
অগাধ জলে ডুবা।
পলি মাখা দেহ খানি
নদীর বক্ষে শোভা।
যেমন করে হারিয়ে যায়
খুঁজবে তুমি জানি।
খুঁজবে আমায় পাইবা না গো
এই কথাটা মানি।
ঝরে যাওয়া ফুলের মালা
পড়ি না গো গলে।
বাঁশি ফুলের গন্ধ খানি
দহন জ্বালা তুলে।
কথার সুরে ফুল ফুটাতাম
বায়না ধরা মুখে।
কিসের লাগি সদাই হাসি।
জানিনা কোন সুখে।
অব্যক্ত কথার মর্ম বুঝি
শাসন বারণ আঘাতে।
স্মৃতির পাতায় নকশা তুলি
অঝোরে ঝরা কান্নাতে।
শূন্যতে ভাসাবো নকশি কাঁথা
হাওয়াদের তালে তালে।
আমি নির্বাসিত হব দূর পাহাড়ে
দহন জ্বালা ভুলে।
Leave a Reply