সুমন হাসান বাপ্পি::
ঠাকুরগাঁও প্রতিনিধি:::
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ভরনিয়া মশালডাংগী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি রাণীশংকৈল উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে। সেজন্য বিদ্যালয় পরিচালনা কমিটি, সকল শিক্ষকবৃন্দ, সকল ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের মাঝে বিরাজ করছে বিপুল উৎসাহ-উদ্দীপনা। এলাকাবাসিসহ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা বিশেষ অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:আব্দুল কুদ্দুস সহ বিদ্যালয় পরিচালনা কমিটি, ও সকল শিক্ষক, ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদেরকে।
প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস ভরনিয়া মশালডাংগী সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৯১ সনে যোগদান করেন সহকারী শিক্ষক হিসেবে, এবং ২০১০ সালে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন । বর্তমানে বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর সংখ্যা ২০২ জন, তারমধ্যে ৯১ জন বালক এবং ১১১ জন বালিকা। বিদ্যালয়টি ১৯২৬খ্রি: স্থাপিত হয়। জাতীয়করণ করা হয় ১৯৭৩ খ্রি
ভরনিয়া মশালডাংগী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি একটি ঐতিহ্যবাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়। বৈশ্বিক করোনাকালীন সময়ের মধ্যেও ছাত্র-ছাত্রীদের ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হয়েছিল। বর্তমানে বিদ্যালয়টিতে বিশিষ্ট নতুন ও নান্দনিক একাডেমিক ভবনসহ বিদ্যালয়টির চতুর্দিকে সীমানা প্রাচীরসহ একটি প্রধান ফটক নির্মাণ করা হয়েছে। ভরনিয়া মশালডাংগী সরকারি প্রাথমিক বিদ্যালযয়ের সভাপতি সাইদুর রহমান বলেন , বিদ্যালয়টি রাণীশংকৈল উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় তিনি সকল শিক্ষক, অভিবাবক ও ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানিয়েছেন।
Leave a Reply